ঢাকা Friday, 19 April 2024

উহানের সবার কোভিড পরীক্ষা করবে কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: 19:47, 3 August 2021

উহানের সবার কোভিড পরীক্ষা করবে কর্তৃপক্ষ

করোনা ভাইরাসের উৎসস্থল বলা হয়ে থাকে চীনের উহান শহরকে। কিন্তু বেশ দ্রুতই সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সমর্থ হয়েছিল শহর কর্তৃপক্ষ। কিন্তু আবারো করোনার হানা দেখা দিয়েছে উহানে। শনাক্ত হয়েছে তিনজন করোনা রোগী। এতেই নড়েচড়ে বসেছে উহান শহরের কর্তৃপক্ষ। জানিয়েছে, শহরের সবার কোভিড পরীক্ষা করা হবে। 

মঙ্গলবার (৩ আগস্ট) শহরটির কর্মকর্তা লি তাও এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন। খবর : রয়টার্স। 

সোমবার (২ আগস্ট) উহানে স্থানীয়ভাবে সংক্রমিত তিন কোভিড রোগী শনাক্ত করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

২০১৯-এ করোনা ভাইরাসের বিস্তারের পর চীনের ব্যাপকভিত্তিক পদক্ষেপের ফলে ২০২০ সালের মার্চ থেকে দেশটিতে সরকারি হিসাবে শনাক্তের সংখ্যা কমতে থাকে। মাঝে মাঝে সংক্রমণ বাড়তে শুরু করলেও দ্রুতগতিতে নেয়া নানান পদক্ষেপের মাধ্যমে দেশটি কোভিডের বিস্তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

এদিকে সম্প্রতি চীনের বেশ কয়েকটি প্রদেশে করোনা ভাইরাসের ডেল্টা ধরনের বিস্তার দেশটির কর্মকর্তাদের উদ্বেগ বাড়াচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় চীনের সরকারকে নতুন করে বিধিনিষেধ দিতে হচ্ছে; পরীক্ষা করতে হচ্ছে লাখ লাখ মানুষকে।