ঢাকা Saturday, 09 December 2023

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৩২ দেশের বিরুদ্ধে ৬ তরুণ-তরুণীর মামলা, শুনানি আজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: 13:17, 27 September 2023

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ৩২ দেশের বিরুদ্ধে ৬ তরুণ-তরুণীর মামলা, শুনানি আজ

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে একযোগে ৩২ দেশের সরকারের বিরুদ্ধে মামলা করেছেন পর্তুগালের ছয় তরুণ-তরুণী। ২০২০ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের ইউরোপীয় মানবাধিকার আদালতে (ইসিএইচআর) করা এই মামলার শুনানি হবে আজ বুধবার (২৭ সেপ্টেম্বর)।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাপদাহসহ বৈরী আবহাওয়া মোকাবিলায় এসব দেশের সরকারের পর্যাপ্ত নীতির অভাব ছিল। যার ফলে বারবার দাবানলসহ ভয়াবহ প্রাকৃতিক তাণ্ডবের মুখোমুখী হচ্ছে মানবজাতি। জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর ভূমিকা পালন করতে দেশের সরকারগুলোকে বাধ্য করাই এ মামলার মূল উদ্দেশ্য।

ঐতিহাসিক এই মামলায় প্রথমবারের মতো এতো সংখ্যক দেশের সরকারের প্রতিনিধিরা শুনানিতে অংশ নেবেন। মামলাভুক্ত দেশগুলো মধ্যে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭ দেশসহ যুক্তরাজ্য, তুরস্ক, রাশিয়া ও নরওয়ে। খবর বিবিসির।