
পেরুতে মর্মান্তিক যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে দেশটির পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি। এর আগে দক্ষিণ-পূর্ব পেরুর হুয়ানকাভেলিকাতে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়।
আহতদের উদ্ধার করে হুয়ানকায়ো, পাম্পাস এবং আয়াকুচো শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত বাসটি একটি নদীর তীরে পড়ে আছে এবং চারদিকে ধ্বংসাবশেষ ও ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।
দেশটির একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী বাসটি হুয়ানকাভেলিকা এলাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ জানিয়েছে যে, এ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে পুলিশ জানিয়েছিল, দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে।