ঢাকা Wednesday, 04 October 2023

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দশ মাসের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশিত: 12:43, 16 September 2023

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দশ মাসের মধ্যে সর্বোচ্চ

সৌদি আরব ও রাশিয়া উত্তোলন কমানোর সিদ্ধান্তের পর থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। 

শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দুই বেঞ্চমার্ক ক্রুড এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারন্যাশনাল (ডব্লিউটিআই) উভয়ের দামই বেড়েছে।

এদিন অপরিশোধিত ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে তেলের দাম ব্যারেল প্রতি ৯৪ ডলারে পৌঁছেছে। একই ভাবে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৯১ ডলারে। যা বিগত দশ মাসের মধ্যে সর্বোচ্চ।

গত বছর সালে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১৩৯ ডলার পর্যন্ত পৌঁছেছিল।

উল্লেখ্য, সেপ্টেম্বরের শুরুতে সৌদি আরব ও রাশিয়া অপরিশোধিত তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর অধীনে, উভয় দেশই ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে অপরিশোধিত তেলের উৎপাদন ১.৩ মিলিয়ন ব্যারেল কমিয়ে দেবে। সৌদি আরব আগামী মাসে অপরিশোধিত তেলের উৎপাদন বাড়ানো বা কমানো হবে কিনা তা আবার পর্যালোচনা করবে। সৌদি আরবের মতো এখন রাশিয়াও অপরিশোধিত তেলের উৎপাদন কমিয়ে দিচ্ছে। এই সময়ের মধ্যে রাশিয়া প্রতিদিন ৩ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি অপরিশোধিত তেলের দাম বাড়ার একটি বড় কারণ। 

জ্বালানির বাজার বিশ্লেষণকারী সংস্থা পিভিএমের কর্মকর্তা তামাস ভারগা এর মতে বাজারের এই চাঙাভাব অস্বাভাবিক। এটি পরিকল্পিত কৌশল এবং এটি যারা করছে, তারা আসলে বাজার নিয়ে খেলছে।

আরেক বিশ্লেষণকারী সংস্থা অ্যাগেইন ক্যাপিটাল জানায়, অর্থনীতির প্রাণচাঞ্চল্যের কারণে নয় বরং সরবরাহের সংকট থেকেই জ্বালানির বাজার এই চাঙাভাব এসেছে । রাশিয়া ও সৌদিই এই সংকটের জন্য দায়ী। এমন এক সময়ে তারা তেলের উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে, যখন শীতের কারণে আর কিছুদিনের মধ্যেই পশ্চিমা দেশগুলোতে তেলের চাহিদা বৃদ্ধি পাবে।