ফাইল ছবি
সোমালিয়ার একটি সেনা ঘাঁটিতে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় উগান্ডার ৫৪ জন সেনা নিহত হয়েছে। গত ২৬ মে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আল-শাবাব যোদ্ধারা বুলমারের সামরিক ঘাঁটিতে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী সেনাদের ওপর এই হামলা চালায়।
শনিবার (৩ মে) এক ঘোষণায় এই তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইউরি মুসেভেনি। হামলার এক সপ্তাহ পর বিষয়টি প্রকাশ করলো দেশটির কর্তৃপক্ষ। খবর আল জাজিরা।
যদিও সেসময় সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছিল তারা আত্মঘাতী বোমা হামলায় ১৩৭ জন এইউ সেনাকে হত্যা করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার এক সপ্তাহ পর উগান্ডার প্রেসিডেন্ট নিজেদের এত সেনা হারানোর বিষয়টি জানালেন। একই সঙ্গে বিবৃতিতে তিনি জানিয়েছেন, উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) আল কায়েদা সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি থেকে ঘাঁটি উদ্ধার করেছে।
তিনি বলেন, ‘আমাদের সেনারা নিজেদের পুনর্গঠিত করেছে। যার ফলে আল শাবাবের হাত থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করা গেছে। নিহত সেনারা শান্তিরক্ষী হিসেবে কাজ করছিলেন।’
জঙ্গিগোষ্ঠী আল-শাবাব ২০০৬ সাল থেকে সোমালিয়ার পশ্চিমা-সমর্থিত সরকারকে ইসলামিক আইনের কঠোর ব্যাখ্যার ভিত্তিতে নিজস্ব শাসনের প্রতিস্থাপনের জন্য লড়াই করছে।