ঢাকা Thursday, 28 March 2024

রেল লাইনে পড়ে ছিল ‘ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালবাসা সৃষ্টি হয়...’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: 18:44, 3 June 2023

আপডেট: 18:46, 3 June 2023

রেল লাইনে পড়ে ছিল ‘ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালবাসা সৃষ্টি হয়...’

ছবি: সংগৃহীত

“অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয়, ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালবাসা সৃষ্টি হয়....”

কবিতাটি কে লিখেছেন, কার জন্য লিখেছেন, তার বিন্দুবিসর্গ জানার উপায় এই মুহূর্তে নেই। তাঁর বয়স কত, সে লেখক ছেলে না মেয়ে উপায় নেই সেটি জানারও। তিনি প্রেমিক না প্রেমিকা, তা-ও জানা সম্ভব হয়নি। তবে লেখা পড়ে বোঝা যায়, কবিতাটি প্রিয় কারো উদ্দেশে লেখা। যাঁর উদ্দেশে এই কবিতা লেখা, এই কবিতার খাতা কি তার কাছেও কোনও দিন পৌঁছবে! তা-ও জানার উপায় নেই।

শুক্রবার (২ জুন) ভারতের উড়িষ্যায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে চাপ চাপ রক্ত, রক্তমাখা দেহের স্তূপ, এ দিক-ও দিক ছড়িয়ে ছেঁড়া জামাকাপড়, খাবার, ব্যাগপত্র, বাচ্চাদের খেলনার মাঝে পাওয়া গিয়েছে একটি কবিতার খাতাও। আর তাতেই লেখা ছিলো এই কবিতা। অপটু হাতে, সুন্দর করে নকশার কারসাজিও রয়েছে কবিতার লাইনের মাঝেমাঝে।

কবিতার খাতা পাওয়া গেলেও সন্ধান মেলেনি তার মালিকের। জানা যায় নি তিনি মালিক সুস্থ, আহত না মৃত।

ওই খাতায় উল্টেপাল্টে দেখার সময় আরো একটি কবিতা চোখে পড়ে। তার শুরুতে লেখা,

“ভালবাসা এই মন তোকে চায় সারাক্ষণ,

আছিস তুই মনের মাঝে

পাশে থাকিস সকাল সাঁঝে।

কী করে তোকে ভুলবে এই মন,

তুই যে আমার জীবন...”

সম্ভবত, কবিতার খাতার মালিক দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতেই ছিলেন। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে, সেই কবিতার খাতা ছিটকে এসে পড়েছে ভাঙা লাইনে।

ডারেরির আরেক জায়গায় লেখা-

“ভালোবেসে ভালোবাসা

বেঁধেছি আমি হৃদয়ে

বাঁধনে ছিড়বেনা বাঁধন

তুমি না চাইলে...”

শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। একটি মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে করমণ্ডলের কিছু বগি পাশের লাইনে গিয়ে পড়ে। কয়েক মিনিট পর বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস সেই কামরাগুলোর সঙ্গে ধাক্কা খায়। এতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে।

শনিবার দুপুর পর্যন্ত করমণ্ডল দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ তে। আহত ৯০০-র বেশি, এখনও চলছে উদ্ধারকাজ।

 

সূত্র: আনন্দবাজার অনলাইন