ঢাকা Saturday, 20 April 2024

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারত

আন্তর্জতিক ডেস্ক

প্রকাশিত: 00:30, 25 January 2023

আপডেট: 00:31, 25 January 2023

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভারত

ভারতের দিল্লিসহ উত্তরাঞ্চলের একাংশে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৫.৮। নেপাল-চীন সীমান্তে এর উৎসস্থল বলে জানা গেছে। খবর : আনন্দবাজার।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) একটি সূত্র এই জানিয়েছে।

স্থানীয় সূত্রের খবরে জানা যায়, ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ২৫ সেকেন্ড। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দিল্লির পাশাপাশি মঙ্গলবার উত্তরপ্রদেশের নয়ডা, গাজিয়াবাদের ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়।

এসিএস সূত্রের খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল এবং চীন অধিকৃত তিব্বতের সীমান্তে। ফলে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়।

ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী দিল্লি এবং এর আশপাশের এলাকায়। আতঙ্কিত দিল্লিবাসীর অনেকে বাড়ি, অফিস থেকে রাস্তায় বেরিয়ে আসেন। একই চিত্র দেখা গেছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ হরিয়ানাসহ উত্তর ভারতের কিছু রাজ্যে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল প্রায় ৬.৩।