ঢাকা Saturday, 20 April 2024

থাইল্যান্ডে নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশিত: 17:00, 5 August 2022

আপডেট: 20:43, 5 August 2022

থাইল্যান্ডে নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ১৩

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে চোনবুরি প্রদেশের একটি নাইটক্লাবে আগুন লেগে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৪ জন নারী।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টায় ব্যাংককের দক্ষিণ-পূর্বে চোনবুরি প্রদেশের সাত্তাহিপ জেলার একতলা ভবন মাউন্টেন বি নাইটক্লাবে বেলা ১টার দিকে আগুন লাগে। সাত্তাহিপ একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য পাতায়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অগ্নিসংযোগের ভিডিওতে লোকজনকে নিরাপদ স্থানে ছুটতে দেখা যায়। ভয়াবহ অগ্নিকাণ্ডে সৃষ্ট বিশৃঙ্খলার মধ্যে প্রাণ বাঁচাতে মানুষ চিৎকার করছিল। কিছু ভিডিওতে দেখা গেছে, শরীরে আগুন লাগলেও লোকজনকে এদিক ওদিক দৌড়াচ্ছে। 

নাইটক্লাবে অগ্নিসংযোগের পর উদ্ধার অভিযান পরিচালনাকারী টিম জানায়, অগ্নিসংযোগে অন্তত ৪১ জন আহত হয়েছেন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফ্লু তা লুয়াং থানার পুলিশ প্রথমে নাইটক্লাবে অগ্নিসংযোগের খবর দেয়। পরে দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। 

পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই সিএনএনকে বলেন, লাইভ মিউজিক পারফরম্যান্সের সময় আগুন লাগে। আহতরা হালকা থেকে গুরুতর দগ্ধ হয়েছেন। আগুনের কারণ সম্পর্কে তদন্ত চলছে। নিহতরা সবাই থাইল্যান্ডের নাগরিক বলে জানান তিনি।