ঢাকা Wednesday, 24 April 2024

যুক্তরাজ্যে পদায়ন হচ্ছে দোরাইস্বামীর, বাংলাদেশে আসছেন ডালেলা

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশিত: 22:50, 2 July 2022

যুক্তরাজ্যে পদায়ন হচ্ছে দোরাইস্বামীর, বাংলাদেশে আসছেন ডালেলা

যুক্তরাজ্যের ভারতীয় দূতাবাসে দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী। এরই মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতীয় এই কূটনৈতিক বিদায় নিতে যাচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এর আগে গত ৩০ জুন অবসর গ্রহণ করেন যুক্তরাজ্যের ভারতীয় রাষ্ট্রদূত গায়ত্রী ইসার কুমার। এরইমাধ্যমে গায়ত্রী ইসার কুমারের স্থলাভিষিক্ত হবেন দোরাইস্বামী। 

একইসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমান ডেপুটি চিফ অফ মিশন, সুধাকর ডালেলা স্থলাভিষিক্ত হতে পারেন বিক্রম দোরাইস্বামীর।

দোরাইস্বামী ১৯৯২ সালে তিনি ভারতের ফরেন সার্ভিসে যোগ দেন। এর আগে তিনি উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় দেশটির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে হংকং, বেইজিং, নিউইয়র্ক, জোহানেসবার্গে ভারতের কূটনৈতিক মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

সুধাকর ডালেলা।১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন ডালেলা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ-প্রধানের দায়িত্বে রয়েছেন। তাছাড়া তিনি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়েও নিয়োজিত ছিলেন।