ঢাকা Tuesday, 16 April 2024

তুরস্কে ডয়চে ভেলে বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: 17:44, 2 July 2022

আপডেট: 20:22, 2 July 2022

তুরস্কে ডয়চে ভেলে বন্ধ

লাইসেন্সের আবেদন না করায় জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে তুরস্ক। তবে ডয়চে ভেলে কর্তৃপক্ষ বলছে, তারা তুরস্কের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে।

শুক্রবার (১ জুলাই) ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে ডয়চে ভেলেকে লাইসেন্সের জন্য আবেদন করতে বলে তুরস্ক কর্তৃপক্ষ। অন্যথায় দেশটির মিডিয়া আইন অনুযায়ী ডয়চে ভেলেকে নিষিদ্ধ করা হবে।

এদিকে ডয়চে ভেলে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা লাইসেন্সের জন্য আবেদন করতে পারছে না। কারণ, এতে তুরস্ক সরকার তাদের কনটেন্ট সেন্সর করার অধিকার পাবে। এতে করে তাদের অনুপযুক্ত মনে হয়, এমন অনলাইন কনটেন্ট মুছে দিতে হবে। একটি স্বাধীন সম্প্রচার মাধ্যমের কাছে এটি অগ্রহণযোগ্য।

উল্লেখ্য, ২০১৯ সালের তুরস্ক মিডিয়া আইনের শর্ত মেনে দেশটিতে একটি লিয়াজোঁ অফিস বসিয়েছে ডয়চে ভেলে। ২০২০ সালের ফ্রেব্রুয়ারিতে সেখানকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিবন্ধনও করেছে তারা।

সৌজন্যে: ডয়েচে ভেলে