ঢাকা Friday, 26 April 2024

পশ্চিমবঙ্গে ট্রেনে শ্লীলতাহানির সময় লাইভে সাহায্য চাইলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: 21:17, 22 January 2022

আপডেট: 21:23, 22 January 2022

পশ্চিমবঙ্গে ট্রেনে শ্লীলতাহানির সময় লাইভে সাহায্য চাইলেন নারী

ভারতের পশ্চিমবঙ্গে ট্রেনে এক নারীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। ট্রেন থেকেই ঘটনাটি ফেসবুক লাইভ করেন ওই ভুক্তভোগী। এ সময় তিনি সাহায্যও চান। ট্রেনটি শিয়ালদহ স্টেশনে পৌঁছলে ওই ব্যক্তি নেমে পালিয়ে যান। পরে শিয়ালদহে রেল পুলিশের (জিআরপি) কাছে অভিযোগ করেন ওই নারী। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে দমদম জিআরপি।

জিআরপি সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ জানুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটের ডাউন শান্তিপুর লোকাল ট্রেনে দমদম থেকে উঠেছিলেন ওই নারী। দমদম ছাড়তেই এক যুবক চলন্ত ট্রেনে উঠে পড়েন। তারপর তার সঙ্গে অসভ্য আচরণ শুরু করেন যুবকটি। এসময় ঘটনাটি ফেসবুকে লাইভ করতে শুরু করেন ওই মহিলা। 

লাইভে দেখা যায়, ট্রেনে থাকা ওই ব্যক্তি মহিলাকে এসে লাইভ করতে বারণ করেন। মহিলা লাইভ চালিয়ে যেতে থাকলে তাকে ওই যুবক মারধর শুরু করেন।

ট্রেনটি শিয়ালদহ স্টেশনে পৌঁছলে ওই ব্যক্তি ট্রেন থেকে নেমে যান। এরপর শিয়ালদহ জিআরপিতে অভিযোগ করেন ওই নারী। সেই অভিযোগের প্রতিলিপি দমদম জিআরপির কাছে আসে। তারা ঘটনার তদন্ত শুরু করেছে।

খবর : আনন্দবাজার।