ঢাকা Friday, 29 March 2024

তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবি, ১১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশিত: 01:24, 22 January 2022

আপডেট: 01:25, 22 January 2022

তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবি, ১১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূলে নৌকা ডুবে ১১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র শুক্রবার বলেছেন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করার সময় অন্তত ১১ জন অভিবাসী তিউনিসিয়ার কাছে একটি নৌকা ডুবে নিখোঁজ হয়েছে । এসময় ২১ জনকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।

তিনি আরো বলেন, উপকূলরক্ষীরা পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে। এখনও আরও ছয়জন নিখোঁজ রয়েছে। তাদের খোঁজ এখনো  উদ্ধার অভিযান চলছে।

এএফপি অনুসারে, ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসা থেকে মাত্র ১৪০ কিলোমিটার দূরে তিউনিসিয়া। তাই এই স্থানটি অবৈধভাবে ইউরোপ ঢোকার অ্যেতম মূল পয়েন্ট। গত বছরের প্রথম নয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা প্রায় ১৯৫০০ জনকে আটক করেছিল তিউনিসিয়ার কোস্টগার্ড ।