ঢাকা Friday, 19 April 2024

যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি নুসরাত বিচারক মনোনীত

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশিত: 22:51, 20 January 2022

যুক্তরাষ্ট্রের আদালতে বাংলাদেশি নুসরাত বিচারক মনোনীত

যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বেঞ্চে নিয়োগের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নুসরাত চৌধুরী। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার আটজন বিচারক মনোনয়ন দিয়েছেন। তাদের মধ্যে তিনিও রয়েছেন। উল্লেখ্য, নুসরাত প্রথম আমেরিকান মুসলিম নারী হিসেবে ফেডারেল জাজ মনোনয়ন পেলেন। খবর : রয়টার্স।  

জানা গেছে, নুসরাত চৌধুরী বর্তমানে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) অব ইলিনয় অঙ্গরাজ্যের আইন বিষয়ক পরিচালক পদে কর্মরত। এসিএলইউতে ২০০৮ সাল থেকে কাজ করছেন তিনি। নিউইয়র্কের এসিএলইউতেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। 

নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টে ফেডারেল জাজ হিসেবে দায়িত্ব পালনের জন্য নুসরাতকে মনোনয়ন দিয়েছেন বাইডেন।

নুসরাতের মনোনয়ন সিনেট অনুমোদন করলে তিনি হবেন দেশটিতে ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি আমেরিকান। একই সঙ্গে নুসরাত হবেন যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পাওয়া প্রথম মুসলিম নারী।