ঢাকা Friday, 19 April 2024

টু্ইটারের প্রধান নির্বাহীর পদত্যাগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: 18:45, 30 November 2021

টু্ইটারের প্রধান নির্বাহীর পদত্যাগ

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সহপ্রতিষ্ঠাতা জ্যাক ডরসি প্রতিষ্ঠানটির প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় দায়িত্ব নেবেন টুইটারের প্রধান কারিগরী কর্মকর্তা ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগারওয়াল।

২০০৬ সালে প্রতিষ্ঠার পর টুইটার ও পেমেন্ট কোম্পানি স্কয়ারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ডরসি। এক বার্তায় তিনি জানান, দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য এটিই উপযুক্ত সময়। নতুন প্রধান আগারওয়াল প্রতিষ্ঠানটির দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত বলে সবাইকে আশ্বস্ত করেন তিনি।

দুইটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করায় টুইটার নিজের লক্ষ্য থেকে সরে যাচ্ছিল বলে সাম্প্রতিক সময়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ডরসি। 

এদিকে তার পদত্যাগের খবরে সোমবার বিকেলে টুইটারের শেয়ারের মূল্য বাড়লেও দিন শেষে তা আবারও কমে আসে।