ঢাকা Saturday, 20 April 2024

অ্যাপলকে হটিয়ে এক নম্বরে মাইক্রোসফট

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: 19:55, 1 November 2021

অ্যাপলকে হটিয়ে এক নম্বরে মাইক্রোসফট

বিশ্ব টেকনোলজির বাজারে অ্যাপলকে হটিয়ে দিয়ে সবচেয়ে দামি কোম্পানির জায়গা দখল করেছে মাইক্রোসফট। গত বছর অ্যাপলের আইফোন বিক্রি ৪৭ শতাংশ বাড়লেও সরবরাহ চেইনে সংকটের কারণে কোম্পানিটির আয় ৬০০ কোটি ডলার কমেছে বলে জানা গেছে। আর সে কারণেই এই পতন।

শুক্রবার মাইক্রোসফটের বাজার মূলধন দাঁড়ায় ২ দশমিক ৪৯ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে অ্যাপলের বাজার মূলধন দাঁড়ায় ২ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলার। খবর : রয়টার্স।

অ্যাপলের সিইও টিম কুক জানিয়েছেন, ডিসেম্বর প্রান্তিকেও এ সংকট বহাল থাকবে।  

প্রথম কোম্পানি হিসেবে ১ ট্রিলিয়ন ও ২ ট্রিলিয়ন ডলারের বাজার মূলধনের রেকর্ড করেছে অ্যাপল। যদিও ২০১৮ সালের দিকে উভয় কোম্পানিরই বাজার মূলধন ছিল ৮০ হাজার কোটি ডলারের কাছাকাছি।

কয়েক বছর ধরেই বাজার মূলধনে দুই কোম্পানির মধ্যে প্রতিযোগিতা চলছে। গত জুনে ২ ট্রিলিয়ন ডলারের বাজার মূলধনের রেকর্ড গড়ে মাইক্রোসফট। অ্যাপল তার চেয়ে প্রায় ১০ মাস আগে ২০২০ সালের আগস্টে ২ ট্রিলিয়ন ডলার বাজার মূলধনের রেকর্ড ছুঁয়েছিল।