ঢাকা Thursday, 25 April 2024

উৎপাদন কমল আইফোন-১৩, পড়ল অ্যাপলের শেয়ার

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: 18:25, 13 October 2021

উৎপাদন কমল আইফোন-১৩, পড়ল অ্যাপলের শেয়ার

আইফোন-১৩-এর উৎপাদন কমে যাওয়ায় ধস নেমেছে অ্যাপলের শেয়ারে। বৈশ্বিক ইলেকট্রনিক চিপ সংকটের জেরেই আইফোনের এই মডেলের উৎপাদন কমেছে জানা গেছে। তবে শেয়ারবাজারে এর নেতিবাচক প্রভাবে বেশ কিছুটা বেকায়দায় উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপল। 

জানা গেছে, এরই মধ্যে অ্যাপলের শেয়ারের দর পড়ে গেছে ১ দশমিক ৩ শতাংশ।

বিবিসির খবরে বলা হয়, চিপ নির্মাতা ব্রডকম এবং টেক্সাস ইনস্ট্রুমেন্টসের শেয়ারও পড়েছে ১ শতাংশ।

সেপ্টেম্বরে আইফোন-১৩-এর চারটি মডেল আনার ঘোষণা দেয় অ্যাপল। ১৭ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরুর পর ২৪ সেপ্টেম্বর থেকে ডেলিভারি শুরু হয়।

করোনা অতিমারির ধাক্কায় সারাবিশ্বে চিপের যে সংকট দেখা দেয় তার ধাক্কা লেগেছে অ্যাপলের মতো জায়ান্ট কোম্পানিগুলোর উৎপাদনেও। এর প্রভাবে তারা সময়মতো কাঙ্ক্ষিত পণ্য সরবরাহ করতে পারছে না।

অবশ্য বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক এ সংকট দীর্ঘস্থায়ী হবে। ২০২২ সালের শুরুর দিকেই এ সংকট কেটে যাবে।

গত জুলাই মাসে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বিনিয়োগকারীদের সতর্ক করেন, চিপ সংকট আইফোন এবং আইপ্যাডের বিক্রিতে বাধা তৈরি করতে পারে।