ঢাকা Wednesday, 04 October 2023

আপাতত কমছে না মোবাইল ফোনের কলরেট

স্টার সংবাদ

প্রকাশিত: 19:55, 11 September 2023

আপাতত কমছে না মোবাইল ফোনের কলরেট

আপাতত মোবাইল ফোনের কলরেট কমানোর বা পুনর্নির্ধারণের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফ জব্বার। তিনি বলেছেন, বর্তমান প্রচলিত কলরেট ২০১৮ সালে মার্কেট পর্যালোচনা, আর্থ-সমাজিক প্রেক্ষাপট প্রভৃতি বিশ্লেষণ করে নির্ধারণ করা হয়েছে। আপাতত কলরেট পুনরায় নির্ধারণের কোনো পরিকল্পনা নেই।

সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুলের প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী একথা বলেন। 

বর্তমানে সর্বোচ্চ কলরেট ২ টাকা এবং সর্বনিম্ন ৪৫ পয়সা জানিয়ে মোস্তফা জব্বার বলেন, মোবাইল অপারেটসমূহকে একটি নির্দিষ্ট প্যাকেজ, অফার বা বান্ডেলে অন-নেট এবং অফ-নেটের ভয়েস কলের ক্ষেত্রে ট্যারিফের মধ্যে প্যাকেজ ডিজাইন করতে হয়। সর্বোচ্চ কলরেট ২ টাকা হলেও অপারেটরসমূহ নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে ১ টাকা মিনিটের কম রেটে বিভিন্ন প্যাকেজ ডিজাইন করে থাকে।

নওগাঁ-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী জানান, দেশে ৪টি মোবাইল কোম্পানি পরিচালিত হচ্ছে। ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিগুলো সরকারকে তিন হাজার ১৭৮ কোটি ৯১ লাখ টাকা রাজস্ব পরিশোধ করেছে।