ঢাকা Wednesday, 24 April 2024

জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’র উদ্বোধন

স্টার সংবাদ

প্রকাশিত: 17:59, 7 March 2023

আপডেট: 02:51, 8 March 2023

জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’র উদ্বোধন

দেশের সাধারণ মানুষকে সহজে ইন্টারনেট ব্যবহারে সহায়তা দিতে সম্পূর্ণ বাংলায় চালু করা হয়েছে জাতীয় মোবাইল ব্রাউজার ‘তর্জনী’।

মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে আইসিটি মিলনায়তনে ব্রাউজারটি উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ব্রাউজারটিতে শুধু বাংলা নয়, ব্যবহারকারীদের জন্য রয়েছে ইংরেজি ভাষাও। অ্যাপল এবং গুগল প্লে স্টোরে মিলবে নিরাপদ ও দ্রুতগতির এই বাংলাদেশি ব্রাউজার।

গুগল ক্রোম এবং অন্যান্য ব্রাউজারের মতো তর্জনীতেও সব ধরনের আধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে তর্জনী সার্চ বার, ডার্ক মোড, ট্যাব, বিজ্ঞাপন বন্ধ, বুকমার্ক, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তাসহ বিভিন্ন ফিচার।

ব্রাউজারটি দেশে ইন্টারনেট ব্যবহারে ভাষাগত জটিলতা নিরসন ও নিরাপদ সাইবার স্পেস তৈরি করবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী।