ঢাকা Wednesday, 24 April 2024

বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

স্টার সংবাদ

প্রকাশিত: 18:36, 30 June 2021

আপডেট: 18:37, 30 June 2021

বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন-আইটিইউ সাইবার নিরাপত্তা সূচক-২০২০ এ ২৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ৭৮তম।

গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স–২০২০ সূচক প্রকাশ করেছে আইটিইউ। সূচকে ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের অর্জন ৮১ দশমিক ২৭। সূচকের তালিকায় স্থান পাওয়া দেশগুলোর মৌলিক সাইবার হামলা প্রতিরোধে প্রস্তুতি এবং সাইবার হামলার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে সূচকটি তৈরি করেছে আইটিইউ।  

আইটিইউয়ের ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুযায়ী, ১০০ পয়েন্ট পেয়ে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ৯৯ দশমিক ৫৪ পয়েন্ট পেয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য ও সৌদি আরব এবং ৯৯ দশমিক ৪৮ স্কোর পেয়ে তৃতীয় হয়েছে ইউরোপের দেশ এস্তোনিয়া।