ঢাকা Friday, 26 April 2024

কর্মী বাদ দিচ্ছে অ্যামাজনও

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: 17:38, 15 November 2022

আপডেট: 19:11, 15 November 2022

কর্মী বাদ দিচ্ছে অ্যামাজনও

টুইটার, মেটা, মাইক্রোসফটের পর এবার কর্মী ছাঁটাইয়ের তালিকায় নাম উঠিয়েছে বিশ্বের অন্যতম বড় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। এজন্য প্রতিষ্ঠানটি দায়ী করছে বৈশ্বিক মন্দাকেই। 

জানা গেছে, চলতি সপ্তাহ থেকে প্রতিষ্ঠানটি ১০ হাজার কর্মী ছাঁটাই শুরু করবে। সোমবার (১৪ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহ থেকেই কর্মী ছাঁটাই শুরু করবে প্রতিষ্ঠানটি। বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ১০ হাজার কর্মীকে চাকরিচ্যুত করবে অ্যামাজন, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর ১৩ শতাংশ।  

করোনা মহামারির প্রকোপ শেষ হতে না হতেই শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। এই পরিস্থিতিতে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান।

অন্যদিকে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ২০২২ সালের শেষ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাবে বিশ্ব।   

এদিকে ছাঁটাই শুরু করলেও অ্যামাজন জানিয়েছে, সংকট কেটে গেলে আবারো কর্মী নিয়োগ দেবে তারা। 

তবে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অ্যামাজনের কর্মীরা। তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলেও জানা গেছে।