ঢাকা Thursday, 25 April 2024

ডেস্কটপ-স্মার্টফোন থেকে ফেসবুকের সার্চ হিস্ট্রি মুছবেন যেভাবে

স্টার সংবাদ ডেস্ক

প্রকাশিত: 18:55, 3 October 2022

আপডেট: 19:19, 3 October 2022

ডেস্কটপ-স্মার্টফোন থেকে ফেসবুকের সার্চ হিস্ট্রি মুছবেন যেভাবে

ছবি : ইন্টারনেট

প্রতিনিয়ত বেড়েই চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। দিনে কিংবা রাতে যখনই সময় পাচ্ছেন তখনই ফেসবুকে ঢুঁ মারতে ভোলেন না ব্যবহারকারীরা। অনেকেরই আবার বেশিরভাগ সময়ই কাটে ফেসবুকে স্ক্রোল করে। ফেসবুকে শুধু চ্যাট কিংবা ছবি শেয়ার করা নয়, বিভিন্ন ধরনের নাটক সিনেমার কাট ক্লিপ দেখা যায় এখানে। এছাড়াও বিভিন্ন ফানি পোস্টও করেন অনেকে।

চলুন জেনে নেয়া যাক কীভাবে ফেসবুকের হিস্ট্রি ডিলিট করবেন-

স্মার্টফোন থেকে হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে-

>> প্রথমে স্মার্টফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করুন।
>> এবার ‘সার্চ’ অপশনেক্লিক করুন।
>> এখান থেকে ‘এডিট’ অপশনে ক্লিক করুন। সেখানে রিসেন্ট সার্চ হিস্ট্রি পাবেন।
>> এবার অ্যাকটিভিটি লগ সিলেক্ট করে ক্লিয়ার সার্চ অপশনে ক্লিক করুন। এখন যাবতীয় ফেসবুক হিস্ট্রি মুছে যাবে।

ডেস্কটপ থেকে হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে-
>> ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট Facebook.com-এ যান।
>> এবার উপরের ডান দিকের কোণে থাকা ড্রপ ডাউনে ক্লিক করুন।
>> এরপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যান।
>> এখানে পাবেন অ্যাকটিভিটি লগ। ক্লিক করে এগিয়ে যান।
>> এবার সামনে আসবে ‘লগড অ্যাকশনস অ্যান্ড আদার অ্যাকটিভিটি’ অপশন। তাতে ক্লিক করুন।
>> এখানে ব্যবহারকারী সার্চ হিস্ট্রি অপশন দেখতে পাবেন। এরপর সেখান থেকে ক্লিয়ার সার্চে ক্লিক করে সার্চ হিস্ট্রি ক্লিয়ার করা যাবে।

স্টার সংবাদ/এসএমএস