ঢাকা Thursday, 25 April 2024

এবার টুইটরের বাণিজ্যিক ও সরকারি ব্যবহারে গুনতে হবে অর্থ

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: 17:49, 4 May 2022

এবার টুইটরের বাণিজ্যিক ও সরকারি ব্যবহারে গুনতে হবে অর্থ

ভবিষ্যতে টুইটারের বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের টুইটার ব্যবহারে খরচ করতে হবে বলে জানিয়েছেন বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক। একইসঙ্গে সাধারণ ব্যবহারকারীদের জন্য টুইটার সবসময়ই ফ্রি থাকবে বলে জানান তিনি।বুধবার (৪ মে) এক টুইটে ইলন মাস্ক এ তথ্য জানিয়েছন।  

সব জল্পনা-কল্পনা এবং দরদামের পর টুইটার কিনে নিয়েছেন ইলন মাস্ক। এই মাইক্রো ব্লগিং সাইটটি কিনতে মাস্কের খরচ পড়েছে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। এরই মধ্যে সংস্থার সব কর্মীর কাছে একটি মেইল করে পুরো বিষয়টি জানিয়েছেন টুইটারের সিইও পরাগ আগরওয়াল। ২৫ এপ্রিল পুরো বিষয়টি সম্পন্ন হয়।

টুইটার কিনে নেওয়ার পর থেকেই এতে বেশকিছু পরিবর্তন আনার বিষয়ে চিন্তাভাবনার কথা জানান টেসলার কর্ণধার ইলন মাস্ক। তিনি জানান, টুইটারের ফিচারে বেশকিছু পরিবর্তন আনা হবে। ব্যবহারকারীদের মধ্যে বিশ্বাসযোগ্যতা বাড়াতে টুইটারের অ্যালগরিদমে পরিবর্তন আনার কথাও জানান তিনি।তবে এবার বাণিজ্যিক/সরকারি ব্যবহারকারীদের জন্য সামান্য খরচ করতে হতে পারে বলে জানালেন তিনি।