ঢাকা Friday, 19 April 2024

গুগলকে ১ লাখ ৩৫ হাজার ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: 01:34, 23 April 2022

গুগলকে ১ লাখ ৩৫ হাজার ডলার জরিমানা

গুগলকে ১ লাখ ৩৫ হাজার ডলার জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। বিতর্কিত ভিডিও না সরানোয় আদালত এমন সাজা দিয়েছেন গুগলকে। দুই ধাপে জরিমানার এই অর্থ আদায় করা যাবে।

জরিমানার আদেশ দেয়া মস্কোর তেগানস্কি জেলা আদালত বলেছেন, প্রতিষ্ঠানটি ইউক্রেনে রুশ সেনাদের পরাজয় ও বেসামরিক নাগরিকদের হতাহতের ‘অসত্য তথ্য’ বিতরণ করেছে। গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের বিরুদ্ধে এ অভিযোগ প্রমাণ হয়েছে। খবর : তাস ও বিবিসি।

অভিযোগে যে দুটি ভিডিওর কথা বলা হয়েছে, এর একটিতে রুশ সেনাদের সঙ্গে তাদের পরিবারের কথোপকথনের বিষয়টি দেখানো হয়েছে।

প্রসঙ্গত, অনেক আগে থেকেই রুশ কমিউনিকেশন ওয়াচডগ সতর্ক করে আসছিল গুগলকে। তারা বলেছিল, ইউটিউবে মিথ্যা তথ্য ও খবর ছড়ানোর দায়ে গুগলকে শাস্তির আওতায় আনা হবে। তাদের কথা না মানলে জরিমানা করা হবে। 

এদিকে রাশিয়ায় ইউটিউব উন্মুক্ত থাকলেও ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ রয়েছে।

এর আগে ২০১২ সালেও রাশিয়ায় জরিমানার মুখে পড়েছিল গুগল। সে সময় প্রতিষ্ঠানটিকে ৭ দশমিক ২ বিলিয়ন রুবল (৯০ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়।