ঢাকা Friday, 19 April 2024

যতদিন ডেটার ব্যালেন্স ততদিন চলবে ইন্টারনেট

স্টার সংবাদ

প্রকাশিত: 23:51, 16 March 2022

যতদিন ডেটার ব্যালেন্স ততদিন চলবে ইন্টারনেট

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, যতদিন ডেটার ব্যালেন্স থাকবে ততদিন চলবে মোবাইল ইন্টারনেট। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল সেবা দেয়া প্রতিষ্ঠান টেলিটক ডেটার মেয়াদের সীমাবদ্ধতা তুলে নিয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর বিটিআরসি মিলনায়তনে মোবাইল অপারেটরসমূহের ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন,  ডেটার ব্যালেন্স যতদিন থাকবে, ততদিন গ্রাহক ওই ডেটা ব্যবহার করতে পারবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ থেকে টেলিটক এই ব্যবস্থা কার্যকর করবে।

তিনি বলেন, এই প্রথমবারের মতো মোবাইল ডেটার কোনো মেয়াদ রাখার সীমাবদ্ধতা থেকে বাংলাদেশ বেরিয়ে এলো। টেলিটকের পর অন্য অপারেটরগুলো পর্যায়ক্রমে এই ব্যবস্থা চালু করবে।

অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, এমটবের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অবসরপ্রাপ্ত) এবং গ্রামীণফোন, রবি এবং বাংলালিংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।