ঢাকা Friday, 29 March 2024

দেশে করোনায় ‍মৃত্যু-শনাক্তের হার নিম্নমুখী

স্টার সংবাদ

প্রকাশিত: 23:18, 16 October 2021

আপডেট: 23:20, 16 October 2021

দেশে করোনায় ‍মৃত্যু-শনাক্তের হার নিম্নমুখী

ফাইল ছবি

দেশে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ এখন অনেক কমেছে। দৈনিক মৃত্যুসংখ্যা কমার পাশাপাশি কমেছে শনাক্তের হারও। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে, নতুন করে করোনার ঢেউ আঘাত হানতে পারে। তাই দেশের জনগণকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলছে সরকার। 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ছয়জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৫২ জনে। 
এছাড়া দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ২৯৩ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জনে।

শনিবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮০ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৪৪২ জন। ফলে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন।

এর আগে শুক্রবার (১৫ অক্টোবর) দেশে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ৯ জন। করোনা শনাক্ত হয় ৩৯৬ জনের দেহে।