ঢাকা Thursday, 25 April 2024

দেশে করোনায় দৈনিক মৃত্যু কমছে, কিছুটা বেড়েছে শনাক্ত

স্টার সংবাদ

প্রকাশিত: 23:41, 11 October 2021

দেশে করোনায় দৈনিক মৃত্যু কমছে, কিছুটা বেড়েছে শনাক্ত

করোনা অতিমারির সঙ্গেই চলছে জীবন। ছবি : সংগৃহীত

করোনা অতিমারিতে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা এখন অনেক কম। বেশ অনেকদিন ধরেই মৃত্যুসংখ্যা রয়েছে ৫০-এর নিচে, ক্ষেত্রবিশেষে ২০-এর নিচে বললেও ভুল হবে না। একে স্বস্তিকর পরিবেশ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। তবে স্বাস্থ্যবিধিসহ অন্যান্য বিধিনিষেধের ক্ষেত্রে কোনো ছাড় দেয়া উচিত হবে না বলে মনে করেন তারা। 

সোমবার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১১ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৯৯ জনে। এর আগে রোববার (১০ অক্টোবর) সারাদেশে করোনায় মারা যান ১৪ জন।

এদিকে মৃত্যুর সংখ্যা কমলেও শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো ৫৯৯ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জনে। এর আগের ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হন ৪৮১ জন।
 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ১৯৬ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৫৮ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৬৩৪ জন। ফলে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ২৪ হাজার ৪৬৭ জন।