ঢাকা Tuesday, 23 April 2024

২০২২ সালের মধ্যে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেয়া হবে

স্টার সংবাদ ডেস্ক

প্রকাশিত: 18:04, 23 September 2021

২০২২ সালের মধ্যে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেয়া হবে

২০২২ সালের আগস্টের মধ্যে বাংলাদেশের ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জীবন-জীবিকা স্বাভাবিক রেখে করোনা মোকাবিলা করছে বাংলাদেশ।’

যুক্তরাষ্ট্র সফরের চতুর্থ দিন বুধবারের প্রথম কর্মসূচি হিসেবে নিউইয়র্কের স্থানীয় সময় বেলা ১১টায় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বক্তব্য রাখেন হোয়াইট হাউজ গ্লোবাল কোভিড ১৯ সামিটে। তুলে ধরেন বাংলাদেশে করোনা মোকাবেলায় সরকারের নানা পদক্ষেপ। 

দেশের টিকাদান কর্মসূচির চিত্র তুল ধরে প্রধানমন্ত্রী আগামী আগস্টের মধ্যে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনার কথা জানান।

বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি আরো কার্যকর করতে করোনা টিকাকে উন্মুক্ত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।