ঢাকা Thursday, 25 April 2024

দেশে করোনায় একদিনে চার মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

স্টার সংবাদ

প্রকাশিত: 00:11, 21 September 2021

আপডেট: 01:26, 21 September 2021

দেশে করোনায় একদিনে চার মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৫১ জন। একদিনে করোনায় মৃত্যুর এই সংখ্যা গত প্রায় চার মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে একদিনে এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল গত ২৭ মে। ওইদিন পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৫৫  জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। ফলে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ৩ হাজার ১০৬  জন। গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার (১৯ সেপ্টেম্বর) করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৪৩ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ১ হাজার ৩৮৩ জনের দেহে।