ঢাকা Wednesday, 24 April 2024

নতুন ২৭৫ ডেঙ্গু আক্রান্তের ঢাকাতেই ২১১ জন

স্টার সংবাদ

প্রকাশিত: 22:40, 20 September 2021

নতুন ২৭৫ ডেঙ্গু আক্রান্তের ঢাকাতেই ২১১ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ২৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৪ জন ঢাকার বাইরে এবং বাকি ২১১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
 
এদিকে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৫৯ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৫ হাজার ৯৭৬ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৭২ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৫৭ জন ও দেশের অন্য বিভাগগুলোতে ২১৫ রোগী ভর্তি রয়েছে।

২০১৯ সালে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছিল। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ মানুষ প্রাণ হারান। তবে সরকারি হিসেবে মৃতের সংখ্যা ১৭৯।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ওই বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।