
ফাইল ছবি
দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত আরো চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৪ জন।
শনিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীদের মধ্যে ২০৪ জন ঢাকা মহানগরে এবং ৭১০ জন দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন।
এবার ডেঙ্গুর প্রকোপ ঢাকা মহানগরীর চেয়ে বাইরের জেলাগুলোতে বেশি লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজার ২৮৮ জন রোগী ঢাকা নগরীর বিভিন্ন হাসপাতালে এবং ১ লাখ ৯৪ হাজার ৬৭৬ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে একজনের এবং ঢাকার বাইরে তিনজনের। সবমিলিয়ে এ বছর ১ হাজার ৫৪৩ জন মারা গেছেন ডেঙ্গুর কারণে। তাদের মধ্যে ৮৯৯ জনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং বাকি ৬৪৪ জন ঢাকার বাইরে মারা গেছেন।