ঢাকা Friday, 19 April 2024

‘মানুষ হিসেবে আমি ভুলের ঊর্ধ্বে নই, দুঃখিত ও ক্ষমাপ্রার্থী’

স্টার সংবাদ

প্রকাশিত: 21:10, 3 August 2021

আপডেট: 21:11, 3 August 2021

‘মানুষ হিসেবে আমি ভুলের ঊর্ধ্বে নই, দুঃখিত ও ক্ষমাপ্রার্থী’

ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের করা পোস্ট ও ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন আলোচিত চিকিৎসক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবীর। 

মঙ্গলবার (৩ আগস্ট) নিজের ফেসবুক ফেরিফায়েড পেজে তিনি একটি পোস্টের মাধ্যমে এ দুঃখ প্রকাশ করেন। ডা. জাহাঙ্গীর বলেন, ’মানুষ হিসেবে আমি ভুলের ঊর্ধ্বে নই। তাই আমার কথায় হয়তো অনেক সহকর্মী - সিনিয়র চিকিৎসক কষ্ট পেয়েছেন কিংবা মনক্ষুন্ন হয়েছেন। আমি তাদের সবার প্রতি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী ‘

প্রসঙ্গত, ডা. জাহাঙ্গীর কিটো ডায়েটের পরামর্শদাতা হিসেবে নেটপৃথিবীতে ভাইরাল একজন্য ব্যক্তিত্ব। 

গত রোববার (১ আগস্ট) জাহাঙ্গীর কবীরের কর্মকাণ্ডকে অবৈজ্ঞানিক, অসত্য, দায়িত্বজ্ঞানহীন এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে চিঠি দেয় চিকিৎসকদের একটি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিজ (এফডিএসআর)।  

ডা. জাহাঙ্গীরের ঠিকানায় কুরিয়ার সার্ভিসে পাঠানো ওই চিঠিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ডা. জাহাঙ্গীর কবীর কিটো ডায়েট নিয়ে ভুল এবং অসত্য তথ্য দিয়ে যাচ্ছেন। তিনি এই ডায়েটের স্বল্প ও দীর্ঘমেয়াদি সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কোনো লিখিত বা মৌখিক কাউন্সেলিং করেন না। বরং ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগীদের ব্যাপকভাবে কিটো ডায়েটের পরামর্শ দিয়ে ক্ষতি করছেন। তিনি বিভিন্ন চিকিৎসকের দেয়া প্রেসক্রিপশনকে হেয় করে মন্তব্য করেছেন। করোনার টিকা নিয়ে ইমিউনোলজি বিষয়ক ভুল বক্তব্য দিয়েছেন।  

চিকিৎসকদের সংগঠনটি ডা. জাহাঙ্গীর কবীরের এসব কার্যক্রমকে  ম্যালপ্র্যাকটিস বা অপচিকিৎসা বলে আখ্যা দেয় এবং তা চিকিৎসাবিজ্ঞানের নীতিবিরোধী ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করে।

চিঠিতে উল্লেখ করা হয়, এই পত্রপ্রাপ্তির এক সপ্তাহের মধ্যে সকল মাধ্যম থেকে ভুল ও বিকৃত তথ্যাদি অপসারণ এবং দুঃখ প্রকাশ না করলে জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।  

ওই চিঠি পাওয়ার পর একদিন পর ক্ষমাপ্রার্থনা ও দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিলেন ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবীর।

ডা. মুহাম্মদ জাহাঙ্গীরের ফেসবুক পোস্ট পড়ুন