ঢাকা Saturday, 20 April 2024

অ্যাস্ট্রোজেনেকা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু

স্টার সংবাদ

প্রকাশিত: 18:19, 2 August 2021

আপডেট: 21:38, 2 August 2021

অ্যাস্ট্রোজেনেকা টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু

ছবি : সংগৃহীত

মহামারী করোনা প্রতিরোধে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেয়া আবার শুরু হয়েছে। আজ সোমবার (২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বায়ত্তশাসিত হাসপাতালসহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।

রোববার (১ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি সংক্রান্ত স্বাস্থ্য বুলেটিনে বক্তব্য দিতে গিয়ে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, ২ আগস্ট থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এবং ৭ আগস্ট থেকে সারা দেশে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হবে।

ভারত থেকে আসা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়েই ফেব্রুয়ারিতে শুরু হয় গণটিকা কার্যক্রম। কিন্তু এপ্রিলে টিকা আসা বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চিয়তার মুখে পড়ে প্রথম ডোজ নেয়া ১৫ লাখের বেশি টিকা গ্রহণকারী। 

এদিকে, রাজধানীর বিভিন্ন কেন্দ্রে টিকা নিতে আসা মানুষ মডার্নার টিকার প্রথম ডোজ ও ফাইজারের দ্বিতীয় ডোজ নিচ্ছেন।