ঢাকা Tuesday, 05 December 2023

ডেঙ্গুতে মৃত্যু-আক্রান্ত বাড়ছে ঢাকার বাইরে 

স্টার সংবাদ

প্রকাশিত: 19:43, 26 September 2023

ডেঙ্গুতে মৃত্যু-আক্রান্ত বাড়ছে ঢাকার বাইরে 

ফাইল ছবি

দেশে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ যেন কমছেই না, বরং বেড়েই চলেছে। দিন দিন বড় হচ্ছে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির তালিকা। আগে রাজধানী ঢাকায় অ্যাডিস মশাবাহিত এই ভাইরাসের প্রকোপ বেশি দেখা গেলেও এখন বদলে যাচ্ছে চিত্রপট। বর্তমান সময়ে ঢাকার বাইরে বেশি লোক ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত আরো ১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা পাঁচজন এবং ঢাকার বাইরের ১০ জন। এ নিয়ে এই বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৪৩ জন।

একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৪ জন। অন্যদিকে ঢাকার বাইরে এই সংখ্যা ২ হাজার ৩৪৯ জন। অর্থাৎ মোট ৩ হাজার ১২৩ জন। 

গত ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত মোট ১ লাখ ৯৩ হাজার ৮৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮০ হাজার ৪৯০ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ১৩ হাজার ৩৯১ জন।

এছাড়া ডেঙ্গু থেকে সুস্থ হয়ে এ পর্যন্ত হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন মোট ১ লাখ ৮২ হাজার ৭৮২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৬ হাজার ২৯২ জন এবং ঢাকার বাইরের ১ লাখ ৬ হাজার ৪৯০ জন।