
ফাইল ছবি
সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত আরো সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ৩ হাজার ২৭ জন বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে চারজন ঢাকার এবং তিনজন ঢাকার বাইরের বাসিন্দা। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৬ জন।
এদিকে দেশে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১০ হাজার ১০২ জন। তাদের মধ্যে ঢাকার ৩ হাজার ৮১৪ জন এবং ঢাকার বাইরের ৬ হাজার ২৮৮ জন।
দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭৩ হাজার ৭৯৫ জন। তাদের মধ্যে ঢাকার ৭৪ হাজার ৯৭৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৯৮ হাজার ৮১৯ জন।
ডেঙ্গু থেকে সুস্থ হয়ে এখন পর্যন্ত হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন মোট ১ লাখ ৬২ হাজার ৮২৭ জন। তাদের মধ্যে ঢাকার ৭০ হাজার ৫৮৪ জন এবং ঢাকার বাইরের ৯২ হাজার ২৬৩ জন।