
ফাইল ছবি
দেশে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭ জন। তাদের মধ্যে ঢাকার ১০ জন এবং সাতজন ঢাকার বাইরের।
এদিকে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩ হাজার ৮৪ জন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৮৯৪ জন এবং ঢাকার বাইরের ২ হাজার ১৯০ জন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন মতে, এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে ৫৭৪ জন ঢাকার বাসিন্দা এবং ২৬৫ জন ঢাকার বাইরের।
মোট হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীর সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৭৬৮ জন। তাদের মধ্যে ৭৪ হাজার ১২৭ জন ঢাকার এবং ৯৬ হাজার ৬৪১ জন ঢাকার বাইরের।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ৪৭২ জন। তাদের মধ্যে ঢাকার ১ হাজার ৮৯ জন এবং ঢাকার বাইরের ২ হাজার ৩৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৮৯৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৯ হাজার ৬৯২ জন এবং ঢাকার বাইরের ৯০ হাজার ২০৫ জন।