ঢাকা Saturday, 23 September 2023

ঢাকায় ডেঙ্গুতে আরো ১২ জনের মৃত্যু 

স্টার সংবাদ

প্রকাশিত: 19:45, 17 September 2023

আপডেট: 20:55, 17 September 2023

ঢাকায় ডেঙ্গুতে আরো ১২ জনের মৃত্যু 

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের অন্যান্য স্থানে ডেঙ্গুতে মারা গেছেন ছয়জন। সবমিলিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে উল্লিখিত সময়ে।

এদিকে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরো ৩ হাজার ১২২ জন রোগী দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৪৯ জন। বাকি ২ হাজার ২৭৩ জন দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দা। 

রোববার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

প্রতিবেদন অনুসারে, চলতি বছর ১৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮২২ জন মারা গেলেন। তাদের মধ্যে ৫৬৪ জন ঢাকার বাসিন্দা এবং ২৫৮ জন ঢাকার বাইরের। 

এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জন। তাদের মধ্যে ঢাকার ৭৩ হাজার ২৩৩ জন এবং ঢাকার বাইরের ৯৪ হাজার ৪৫১ জন।

এছাড়া এ পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৬ হাজার ৪২৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৮ হাজার ৬০৩ জন এবং ঢাকার বাইরের ৮৭ হাজার ৮২২ জন।