ঢাকা Wednesday, 04 October 2023

আটশো ছাড়াল ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা

স্টার সংবাদ

প্রকাশিত: 19:34, 16 September 2023

আপডেট: 19:36, 16 September 2023

আটশো ছাড়াল ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা

ফাইল ছবি

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অ্যাডিস মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন ঢাকা নগরের বাসিন্দা। বাকি নয়জন ঢাকার বাইরের। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৪ জনে।

একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরো ২ হাজার ৫৯৮ জন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৮৮১ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৭১৭ জন।

এছাড়া গত একদিনে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ১৪৫ জন। তাদের মধ্যে ঢাকার ৬৮৪ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৪৬১ জন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি বছরে ১৬ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮০৪ জনের মধ্যে ৫৫২ জন রাজধানীর বাসিন্দা। বাকি ২৫২ জন ঢাকার বাইরের। 

আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৫৬২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭২ হাজার ৩৮৪ জন এবং ঢাকার বাইরের ৯২ হাজার ১৭৮ জন।

সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৫৩ হাজার ৪২৮ জন। তাদের মধ্যে ঢাকার ৬৭ হাজার ৬২৪ জন এবং ঢাকার বাইরের ৮৫ হাজার ৮০৪ জন। 

বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১০ হাজার ৩৩৯ জন ডেঙ্গুরোগী। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৪ হাজার ২০৮ জন এবং ঢাকার বাইরের ৬ হাজার ১২২ জন।