ঢাকা Wednesday, 04 October 2023

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সাড়ে সাতশো ছাড়াল

স্টার সংবাদ

প্রকাশিত: 19:29, 12 September 2023

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা সাড়ে সাতশো ছাড়াল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে মৃত্যুর সংখ্যা সাড়ে সাতশো ছাড়িয়ে গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন। তাদের মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা। বাকি আটজন ঢাকার বাইরের। এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫২ জনে। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ২ হাজার ৯৫৬ জন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৯১১ জন এবং ঢাকার বাইরের ২ হাজার ৪৫ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৪ হাজার ২২৮ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৬৮ হাজার ৯৩৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৮৫ হাজার ২৯১ জন ভর্তি হয়েছেন।

বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৪৬১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৪ হাজার ১৪৮ জন এবং ঢাকার বাইরের ৭৯ হাজার ২৭৭ জন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৭৪৬ জন। তাদের মধ্যে ঢাকার ৮৯৩ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৮৫৩ জন।