
দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা আটজন এবং ঢাকার বাইরের ছয়জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩০ জনে।
রোববার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ২ হাজার ৯৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা শহরের বাসিন্দা ৯৯৪ জন এবং এই শহরের বাইরে সারাদেশের ১ হাজার ৯৯৯ জন।
একই সময়ে ডেঙ্গুতে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ১০০ জন এবং ঢাকার বাইরের ২ হাজার ২০৬ জন।
চলতি বছরে ১০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা যাওয়া ৭৩০ জনের মধ্যে ৫২১ জন ঢাকার এবং ২০৯ জন ঢাকার বাইরের। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩২৮ জন। তাদের মধ্যে রাজধানীর বাসিন্দা ৬৭ হাজার ৫৯ জন এবং ঢাকার বাইরের ৮১ হাজার ২৬৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭২৭ জন। তাদের মধ্যে ঢাকার ৬২ হাজার ২৪১ জন এবং ঢাকার বাইরের ৭৫ হাজার ৪৮৬ জন।