ঢাকা Wednesday, 04 October 2023

অ্যাডিস মশা সারাদেশে ছড়িয়ে পড়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 21:43, 9 September 2023

অ্যাডিস মশা সারাদেশে ছড়িয়ে পড়েছে : স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শুধু ঢাকা শহরে নয়, সারাদেশেই ডেঙ্গুরোগী পাওয়া যাচ্ছে। তিনি আরো বলেন, অ্যাডিস মশা সারাদেশে ছড়িয়ে পড়েছে। 

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জে একটি অনুষ্ঠান শেষে তিনি এমন কথা বলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত প্রায় ৭০০ রোগীর মৃত্যু হয়েছে। সারাদেশে দেড় লাখ মানুষ আক্রান্ত হয়েছে। ডেঙ্গুতে প্রতিদিন আড়াই হাজার মানুষ নতুনভাবে আক্রান্ত হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রতিটি বাড়িতে গিয়ে সরকারের পক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা করা সম্ভব নয়। এর জন্য সামাজিক আন্দোলন করতে হবে। মশা নিধন কার্যক্রম বছরে কয়েক মাস করলে চলবে না। সারা বছর মশা নিধন কার্যক্রম চলাতে হবে। তাহলেই মশা নিধন করা সম্ভব হবে। এখনো মশা বাড়ছে, তাই রোগীও বাড়ছে। এতে মৃত্যুও বাড়ছে। যে পর্যন্ত মশা না কমবে, সে পর্যন্ত মৃত্যু কমবে না। 

তিনি আরো বলেন, অন্যান্য দেশে ভালো করে স্প্রে করেছে এবং সারা বছর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। এজন্য ওইসব দেশে মশাও কম, মৃত্যুও কম।

‘সাত লাখ ব্যাগ স্যালাইন ভারত থেকে আমদানি করার অনুমোদন দেয়া হয়েছে’ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকালের মধ্যে সাড়ে তিন লাখ ব্যাগ স্যালাইন দেশে এসে যাবে। বাকিটা পরের দিন আসবে, এর বেশি লাগলেও আমরা আনার ব্যবস্থা করব।

তিনি বলেন, সরকারি-বেসরকারি হাসপাতালে স্যালাইনের কোনো অভাব নেই, তবে কেউ কেউ বলছে বাজারে স্যালাইনের কিছুটা ঘাটতি রয়েছে।