
ফাইল ছবি
দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরো ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন ঢাকা নগরের এবং পাঁচজন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭১৬ জন।
এদিকে একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৪৮ জন। তাদের মধ্যে ১ হাজার ৫১ জন ঢাকার এবং ১ হাজার ৬৯৭ জন রাজধানীর বাইরে সারাদেশের।
শনিবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৩৩৫ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ৬৫ জন এবং ঢাকার বাইরে ৭৯ হাজার ২৭০ জন।
বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ৪২১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬১ হাজার ১৪১ জন এবং ঢাকার বাইরের ৭৩ হাজার ২৮০ জন।