ঢাকা Monday, 09 September 2024

সাতশো ছাড়াল ডেঙ্গুতে মৃত্যু

স্টার সংবাদ

প্রকাশিত: 19:42, 8 September 2023

আপডেট: 19:56, 8 September 2023

সাতশো ছাড়াল ডেঙ্গুতে মৃত্যু

ফাইল ছবি

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় অ্যাডিস মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন ঢাকা নগরের এবং বাকি চারজন ঢাকার বাইরের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ৭০৬ জনের মৃত্যু হলো।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৮৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৮২২ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৩৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৭৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩২ হাজার ১৫১ জন। 

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৮১ জন।