ঢাকা Thursday, 25 April 2024

পাকস্থলীর ক্যান্সারে ভুগছেন না তো?

স্টার সংবাদ

প্রকাশিত: 11:48, 25 March 2023

পাকস্থলীর ক্যান্সারে ভুগছেন না তো?

আমাদের দৈনন্দিন জীবনে নানা খাবারে অভ্যস্ত হয়ে উঠেছি আমরা। সহজেই পেটে চালান করে দিচ্ছি এমন সব খাবার যা মূলত স্বাস্থ্যকর তো নয়ই বরং স্বাস্থ্যহানিকর। এমন করে দিনের পর দিন পেটে যাচ্ছে সেসব খাবার এবং হয়তো কারো কারো অজান্তেই পাকস্থলীতে বাসা বাঁধছে মারণব্যাধি ক্যান্সার। 

দেখা যায়, আমাদের অনেকেরই অল্প খেলেই পেট ভরে যায়, পেটে ব্যথা হয়, হজমের অসুবিধা হয়, গ্যাস হয়; এর সঙ্গে থাবে বমিভাব ও খিদে কমে যাওয়া। অন্যদিকে কমতে থাকে ওজন, দেখা দেয় শারীরিক দৌর্বল্য। এসব অনেক সময় পাকস্থলীর ক্যান্সারের উপসর্গ হতে পারে। বিশেষ করে কালো মলত্যাগ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। 

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পুরুষদের মধ্যে পাকস্থলীর ক্যান্সারের হার নারীদের তুলনায় প্রায় দ্বিগুণ। যাদের হেলিকোব্যাক্টর পাইলোরি নামে ব্যাক্টেরিয়ার কারণে পেটে আলসার আছে এবং সঠিক চিকিৎসা হয় না, তাদের মধ্যে পেটের ক্যান্সারের ঝুঁকি বেশি। 

এছাড়া যারা দীর্ঘদিন ধরে এইচ পাইলোরি সংক্রমণে ভুগছেন এবং আলসার অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইট্রিস পর্যায়ে পৌঁছে গিয়েছেন, তাদের মধ্যে পেটের ক্যান্সারের আশঙ্কা অনেক বেশি। 

পেটের ক্যান্সারের কোনো সুনির্দিষ্ট উপসর্গ না থাকায় চট করে ধরা যায় না। বেশির ভাগ মানুষই সাধারণ হজমের সমস্যা ও অ্যাসিডিটি ভেবে খুব একটা গা করেন না। 

যেসব কারণে পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়ে -

অতিরিক্ত লবণযুক্ত খাবার এবং স্মোকড অর্থাৎ, সরাসরি আগুনে সেঁকা খাবার নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি বাড়ে।

রোজকার ডায়েটে ফল ও সবজি না থাকলে বা খুব কম থাকলে

গ্যাস্ট্রাইটিস থাকলে

হেলিকোব্যাক্টর পাইলোরি নামক ব্যাক্টেরিয়ার সংক্রমণ ও এই কারণে আলসার থাকলে

ধূমপায়ীদের ঝুঁকি বেশি

পাকস্থলীতে পলিপ থাকলে

বংশে ক্যান্সারের ইতিহাস থাকলে

গ্যাসট্রোইসোফেজিয়াল রিফ্লাস্ক ডিজিজি (খাবার খাওয়ার পর গলায় উঠে আসার মতো সমস্যা) থাকলে

বয়স বাড়লে (৬০ বছরের ঊর্ধ্বে) পেটের ক্যান্সারের ঝুঁকি বাড়ে 

অতিরিক্ত মদ্যপান ও বাড়তি ওজন এই ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।