ঢাকা Thursday, 25 April 2024

দেশে আরো ৩ জনের করোনা শনাক্ত 

স্টার সংবাদ

প্রকাশিত: 17:35, 24 March 2023

দেশে আরো ৩ জনের করোনা শনাক্ত 

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে এই ভাইরাসে আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শুক্রবার (২৪ মার্চ) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৯টি নমুনা পরীক্ষা করে নতুন ওই তিন রোগী শনাক্ত হয়।

এতে দৈনিক শনাক্তের হার হয়েছে শূন্য দশমিক ২৩ শতাংশ, যা আগের দিন ছিল শূন্য দশমিক ২১ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন। মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪৫ জন রয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ৩৯ দিন ধরে কোভিডে মৃত্যুহীন বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় ২৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৭৭১ জন।

 গত একদিনে শনাক্ত তিন রোগীর সবাই ঢাকা জেলার বাসিন্দা।