ঢাকা Tuesday, 23 April 2024

একদিনে আরো ১১ করোনা রোগী শনাক্ত

স্টার সংবাদ

প্রকাশিত: 00:27, 1 March 2023

একদিনে আরো ১১ করোনা রোগী শনাক্ত

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে শূন্য দশমিক ৫৬ শতাংশ। 

নতুন ১১ জন নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৮২৯ জন। মৃতের সংখ্যা রয়েছে আগের মতোই ২৯ হাজার ৪৪৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৩৭৮ জন করোনা রোগী সেরে উঠেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ২০ লাখ ২ হাজার ৫৯২ জন।

অধিদফতরের তথ্যমতে, গত একদিনে শনাক্ত রোগীর মধ্যে ১০ জন ঢাকা মহানগরের বাসিন্দা। এছাড়া কিশোরগঞ্জ জেলায় একজন রোগী শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।