ঢাকা Friday, 19 April 2024

দেশে ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের করোনা শনাক্ত

স্টার সংবাদ

প্রকাশিত: 23:22, 29 January 2023

দেশে ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের সবাই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। দেশের বাকি ৬৩ জেলায় কারো শরীরে সংক্রমণ ধরা পড়েনি। এই সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রোববার (২৯ জানুয়ারি) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৩১টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার হয়েছে শূন্য দশমিক ৪৫ শতাংশ। 

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৫৩২ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪২ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২২৩ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯২ হাজার ৪৪৭ জন।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।