ঢাকা Tuesday, 16 April 2024

দেশে নিপা ভাইরাসে ৫ জনের মৃত্যু : স্বাস্থ্যমন্ত্রী

স্টার সংবাদ

প্রকাশিত: 22:06, 29 January 2023

দেশে নিপা ভাইরাসে ৫ জনের মৃত্যু : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশে এ পর্যন্ত নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮ জন।

রোববার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে 'নিপা ভাইরাসের প্রাদুর্ভাব, হাসপাতাল ক্যাটেগরাইজডকরণ, বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত অন্যান্য বিষয়াদি' নিয়ে মিডিয়া ব্রিফিংয়ে এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, নিপা ভাইরাসে মারা যাওয়ার হার ৭০ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,  বাদুড়ে খাওয়া ফল ও খেজুরের রস থেকে নিপা ভাইরাসে আক্রান্ত হয়। এটা একটি ছোঁয়াচে রোগ। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল ঠিক করা হয়েছে রোগী ভর্তির জন্য।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, নিপা ভাইরাসের কোনো বিশেষ চিকিৎসাও নেই, টিকাও নেই। তাই সবাইকে সচেতন থাকতে হবে এই ভাইরাসের বিষয়ে।

মন্ত্রী বলেন, চিকিৎসার জন্য বিদেশমুখীদের ফেরাতে ও দেশের চিকিৎসার মান উন্নয়ন করার ব্যাপারে কঠোর সরকার। দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসার ফি নির্ধারণ করে দেবে সরকার। আগামী একমাসের মধ্যে কাজ শুরুর জন্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে কমিটি করে দেয়া হবে।