ঢাকা Friday, 29 March 2024

সচিবসহ স্বাস্থ্য সেবা বিভাগের ২২ পদে রদবদল

স্টার সংবাদ

প্রকাশিত: 04:01, 24 January 2023

সচিবসহ স্বাস্থ্য সেবা বিভাগের ২২ পদে রদবদল

স্বাস্থ্য সেবা বিভাগের সচিবসহ মোট ২২টি পদে রদবদল করে ছয়টি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (২৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এসব প্রজ্ঞাপন জারি করে। 

প্রজ্ঞাপন অনুসারে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. আজিজুর রহমানকে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে তার নতুন নিয়োগের আদেশ কার্যকর হবে।

এছাড়াও পাঁচটি প্রজ্ঞাপনে স্বাস্থ্যসেবা বিভাগের ২১টি পদের কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরিফুল হাসানকে স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিনকে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মো. সাখাওয়াত উল্ল্যাহকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকস্যাস ডিজিজেসের (বিআইটিআইডি) পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।

নিপসমের এপিওডেমিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিমকে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমবিডিসি), কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়মিত পরিচালক ডা. শীতল চৌধুরীকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক এবং ঢাকা বিভাগীয় পরিচালকের কার্যালয়ের উপপরিচালক ডা. এবিএম আবু হানিফকে ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নিয়মিত পরিচালক (ইনসিটু উপপরিচালক) ডা. মো. সাইদুজ্জামানকে স্বাস্থ্য অধিদফতরের ম্যাটারনাল নিওনেটাল চাইল্ড অ্যান্ড এডোলেসেন্ট হেলথ (এমএনসিএন্ডএএইচ)-এর লাইন ডিরেক্টর, স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. মো. মাহফুজার রহমান সরকারকে টিবিএল অ্যান্ড এএসপির লাইন ডিরেক্টর, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নানকে জাতীয় পুষ্টি সেবা (এনএনএস)-এর লাইন ডিরেক্টর এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. কাইয়ুম তালুকদারকে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি)-এর লাইন ডিরেক্টরের দায়িত্ব দেয়া হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টার প্রকল্পের পরিচালক ডা. এসএম হাসিবুল ইসলামকে নিপসমের সহকারী পরিচালক, স্বাস্থ্য অধিদফতরের এনসিডিসির প্রোগ্রাম ম্যানেজার-৩ ডা. রফিক-উস-ছালেহীনকে স্বাস্থ্য অধিদফতরের এনসিডিসির প্রোগ্রাম ম্যানেজার-১-এর দায়িত্ব দেয়া হয়েছে।

এনসিডিসির প্রোগ্রাম ম্যানেজার-১ ডা. ফজলে এলাহী খানকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. অসীম চক্রবর্তীকে স্বাস্থ্য অধিদফতরের এনসিডিসির প্রোগ্রাম ম্যানেজার-৩-এর দায়িত্ব দেয়া হয়েছে।

শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও ট্রমা সেন্টারের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আমজাদুল হককে ‘এস্টাবলিশমেন্ট অব ৫০০ বেডেড হসপিটাল অ্যান্ড এনসিলারি ভবন ইন যশোর, কক্সবাজার, পাবনা ও আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ এবং জননেতা নুরুল হক আধুনিক হাসপাতাল, নোয়াখালী’ শীর্ষক প্রকল্পের পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. অং সুই প্রু মারমাকে রাঙামাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্পের পরিচালক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ১৫০ বেড কার্ডিওভাসকুলার ইউনিটের প্রকল্প পরিচালক ডা. মোহাম্মদ নজরুল ইসলামকে ‘বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টার’ শীর্ষক প্রকল্পের পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।

১৫টি সরকারি হাসপাতালে হাসপাতালভিত্তিক চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ডা. মিজানুর রহমানকে শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্প (কম্পোন্টে-২) দেশের ৮টি কলেজ ও হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকায়ন ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।

আইপিএইচএন-এর উপপরিচালক ডা. এবিএম মসিউল আলম ‘১৫টি সরকারি হাসপাতালে হাসপাতাল-ভিত্তিক চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের পরিচালকের দায়িত্ব পেয়েছেন।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিনকে ফেনীর সিভিল সার্জন এবং ঝালকাঠির ১০০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচ এম জহিরুল ইসলামকে ঝালকাঠির সিভিল সার্জনের দায়িত্ব দেয়া হয়েছে।