ঢাকা Tuesday, 23 April 2024

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিম্নমুখী

স্টার সংবাদ

প্রকাশিত: 21:56, 19 November 2022

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ নিম্নমুখী

ফাইল ছবি

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ এখন নিম্নমুখী। দৈনিক শনাক্তের সংখ্যা বেশ কয়েক দিন ধরেই অবস্থান করছে ৫০-এর নিচে। অন্যদিকে মৃত্যুর সংখ্যাও অনেক কম। 

শনিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

নতুন রোগী নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩৪৩ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩০ জন। 

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসমুক্ত হয়েছেন ১১৮ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৬০৪ জন।

জানা গেছে, গত একদিকে ১ হাজার ৬১৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১০ শতাংশ। 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।