ঢাকা Friday, 29 March 2024

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু

স্টার সংবাদ

প্রকাশিত: 01:08, 18 September 2022

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৮১ জন। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

অধিদফতরের তথ্যমতে, নতুন দুজনসহ ডেঙ্গুতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জন।

এদিকে গত একদিনে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৮১ জনের মধ্যে ৩০২ জন ঢাকায় এবং বাকি ৭৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশে মোট এক হাজার ৪৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১০৩ জন এবং ঢাকার বাইরে ৩৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।  

এ বছর ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা ১০ হাজার ৭৭৭ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা ৮ হাজার ৩৩৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা ২ হাজার ৪৪২ জন।

একই সময় সারাদেশে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ২৪০ জন। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ৪১৩ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৮২৭ জন রয়েছেন।